আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিএসইতে সম্পর্কিত কিছু বেসিক তথ্য জানবো, চলুন শুরু করা যাক।
১/ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের প্রতিটি সেমিস্টারের মেয়াদ ১৮ সপ্তাহ বা ১২৬ কর্মদিবস বা ৪ মাস ২ দিন। এর মানে প্রতিটি সেমিস্টার এবং পরীক্ষা ৪ মাস ২ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার নিয়ম। যদিও সেমিস্টার ফাইনাল পরীক্ষা ৬ মাস অন্তর হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে ক্লাস এবং পরীক্ষার সময় যেভাবে ভাগ করা হয়েছে তা নিচে দেওয়া হলোঃ
- ক্লাস = ১৪ সপ্তাহ
- সেমিস্টার ফাইনালের আগে বরাদ্দকৃত সময় = ০২ সপ্তাহ
- সেমিস্টার পরীক্ষার জন্য সময় = ০২ সপ্তাহ
সর্বমোট = ১৮ সপ্তাহ
২/ সেমিস্টার পরীক্ষার পূর্বে কলেজ কর্তৃক ২ টি ইনকোর্স পরীক্ষা নেওয়ার বিধান আছে এবং ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করে এর যথাযথ নম্বর নিজ নিজ কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর পাঠাতে হবে। ইনকোর্স পরীক্ষার জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে, বাকি ৮০ নম্বর সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে।
৩/ প্রতিটি সেমিস্টারে কম বেশি প্রাকটিক্যাল ক্লাস এবং পরীক্ষা থাকবে। প্রাকটিক্যাল পরীক্ষা সাধারণত সেমিস্টার পরীক্ষার পরেই হয়ে থাকে। ঠিকমত পরীক্ষা দিলে প্রাকটিক্যালে A+ পাওয়া কিছুটা সহজ, যা CGPA বেশি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। তাই শুরু থেকেই প্রাকটিক্যালে একটু বেশি জোর দেওয়া উচিত।
৪/ এবার আসা যাক নম্বর এবং গ্রেডিং পয়েন্ট নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় নিন্মোক্ত লেটার গ্রেডিং অনুযায়ী নাম্বারিং করে থাকেঃ
৫/ পরীক্ষা খাতা দুই জন আলাদা পরীক্ষকগণ দিয়ে পরীক্ষা করার বিধান আছে। যদি দুই পরীক্ষকের নম্বরের পার্থক্য ২০% এচর বেশি হয় তাহলে তৃতীয় পরীক্ষক দিয়ে পরীক্ষার খাতা চেক করতে হবে।
৬/ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়ে পাশ করে বের হতে হলে মিনিমাম ২.২০ CGPA লাগবে


0 মন্তব্যসমূহ