- ভূমিকা
- প্রজেক্ট কি এবং কিভাবে করতে হয়?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট
- প্রজেক্টের জন্য টিম বাছাই
- কি প্রজেক্ট করবেন?
- প্রজেক্টে কি কি করতে হয়?
- যেসব বিষয় মাথায় রেখে প্রজেক্ট করা উচিত
ভূমিকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সেমিস্টারে প্রজেক্ট নামে একটা সাবজেক্ট বা কোর্সওয়ার্ক থাকে যেটা সাধারণত ৬ ক্রেডিটের হয়ে থাকে। প্রজেক্ট পুরোউরি ব্যবহারিক পরীক্ষা। মানে এখানে আপনাকে সর্বশেষ সেমিস্টারে যে সাবজেক্ট পড়ানো হয় ওয়েব ইঞ্জিনিয়ারিং সেখান থেকেই মূলত এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে থাকে। এখানে আপনাকে হাতে কলমে কোন প্রজেক্ট করে সেটা এক্সারনাল পরীক্ষকগনকে দেখাতে হবে।
এই সাবজেক্টে আপনি যদি A+ পান তাহলে আপনি দুইটা A+ এর সমপরিমান CGPA পাবেন এবং ক্রেডিট পাবেন, তাই কলেজ জীবনে ভালো CGPA অর্জনে, বিদেশে পড়তে যাবার জন্য, মাস্টার্সে ভালো সাবজেক্ট পেতে হলে বা ক্যারিয়ারে চাকুরীর শুরুতে এই কোর্সওয়ার্ক বলেন, প্রজেক্ট বলেন বা এর মাধ্যমে অর্জিত CGPA বলেন এর কিন্ত বেশ প্রভাব হয়েছে। একটু কষ্ট করলেই কিন্ত আপনি ভালো CGPA এর দেখা পাবেন যেটা আপনাকে পুরো জীবনে সাহায্য করবে।
প্রজেক্ট কি এবং কিভাবে করতে হয়ঃ সোজা বাংলায় প্রজেক্ট হলো বাস্তবিকভাবে কোন কিছু করে দেখানো যেটা আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন।
প্রজেক্ট অনেকভাবেই করা যায় যা বিশ্ববিদ্যালয় বা কলেজ কালচারের উপর নির্ভর করে। যাদের চিন্তা থাকে ভালো CGPA অর্জন, তারা প্রজেক্টকে সিরিয়াসলি নেন। অনেকেই প্রজেক্ট সম্পর্কিত বিভিন্ন কনসাল্টেশন নিয়ে থাকেন। আমরা প্রজেক্টের ব্যাপারে হেল্প করে থাকি। দুইটি সেমিস্টার মিলিয়ে আপনি আমাদের থেকে হেল্প নিতে পারেন। কেনো আমাদের থেকে হেল্প নিবেনঃ
- আমরা NU CSE থেকেই পড়াশুনা করে বের হয়ে এখন সফটওয়্যার কোম্পানিতে জব করি
- আমাদের টিম প্রজেক্ট পরীক্ষায় A+ পেয়েছি
- আমরা আমাদের কোড নিজেরাই করেছি
- আমাদের রয়েছে কোডিং অভিজ্ঞতা
- বই স্লাইড কিভাবে করতে হয় এবং ভালো মার্ক তুলতে হয় তা আমাদের জানা আছে
৭ম-৮ম সেমিস্টারের প্রজেক্ট পরীক্ষায় ভালো মার্ক পেতে হলে আমাদের সাহায্য নিতে পারেন
আপনি বিভিন্ন প্রজেক্ট করতে পারেন, প্রজেক্ট হতে পারে ওয়েব বেসইড কোন সল্যুশন, এন্ড্রয়েড এপ্লিকেশন বেসইড কোন সল্যুশন বা হতে পারে IOT রিলেটেড কোন সমস্যার সমাধান।
তবে আপনি যাই করেন না কেনো, তা যেনো কোন সমস্যাকে সমাধান করছে এমন হয়। সবচেয়ে ভালো হয় দেশ বা সমাজের বিদ্যমান কোন সমস্যাকে আপনি চিহ্নিত করেছেন, এরপর সে সমস্যাকে সমাধান করার জন্য আপনি ওয়েব, এন্ড্রয়েড এপ্লিকেশন বা IOT রিলেটেড যেকোন একটা মাধ্যমকে বেছে নিয়েছেন। তাহলে আপনার প্রজেক্টের স্বকীয়তা বজায় থাকবে এবং আপনি বেশ আত্মবিশ্বাসী হয়ে সে প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
প্রজেক্ট শুরু করতে গিয়ে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলোঃ
- আপনার প্রজেক্ট কোন নতুন সমস্যাকে সমাধান করতে পারছে কিনা
- আপনি যদি আগের কোন প্রজেক্ট বেছে নেন তাহলে তার কোন অংশকে আপনি পরিবর্তন বা পরিবর্ধন করে এগিয়ে নিতে পারবেন?
- আপনি কি পারবেন এই প্রজেক্টের কোডিং বা টেকনিক্যাল সমস্যা হ্যান্ডেল করতে?
- আপনি কি পারবেন এই প্রজেক্টের রিসার্চ বই লিখতে ?
- আপনি কি পারবেন এই প্রজেক্টের প্রেজেন্টেশন স্লাইড বানাতে?
নিচে আমরা প্রজেক্ট বই এবং স্লাইড নিয়ে আলোচনা করেছি।
আপনি যদি এর উত্তর জানেন তাহলে বেশ ভালো তা না হলে আপনার উচিত এখনি কারো সাহায্য নেওয়া যারা এ বিষয়ে হেল্প এবং সাপোর্ট দিয়ে থাকে। মনে রাখতে হবে এটা দু সেমিস্টার মিলিয়ে কাজ। তাই শুরুতেই আপনাকে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট নামক এই টপিক শুরু হয় ৭ম সেমিস্টারে। ৭ম সেমিস্টারে অন্যন্য সাবজেক্টের সাথে সাথে কলেজ থেকে আপনাকে প্রজেক্ট সম্পর্কে বলা হবে। প্রজেক্ট শুরু হয় প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে।
প্রজেক্টে কি কি করতে হয়? প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে প্রজেক্ট শুরু করার আগেই আপনাকে টিম সিলেকশন করতে হবে। প্রজেক্ট সাধারনত টিম নিয়ে করতে হয় তবে টিম ছাড়াও প্রজেক্ট করা যায়। আপনি একাও প্রজেক্ট করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে সকল কাজ করতে হবে। তবে টিম করতে মিনিমাম ২ থেকে ম্যাক্সিমাম ৪ জনের টিম হতে পারে।
প্রজেক্ট প্রপোজাল এবং টিম সিলেকশন হয়ে গেলে আপনাকে কোন শিক্ষকের অধীনে থেকে প্রজেক্ট গাইডেন্স নিবেন তা সিলেক্ট করতে হবে। যে শিক্ষকের অধীনে প্রজেক্ট করতে চান তা আগেই জানিয়ে রাখতে হবে এবং শিক্ষকের কাছ থেকে প্রজেক্ট এবং পরীক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। শিক্ষক যথাসময়ে প্রজেক্টের ব্যাপারে আপনাকে সব কিছু জানাবে এবং প্রজেক্টে কোন ভুল থাকলে তা জানিয়ে দিবে এবং সংশোধন করে নিতে হবে।
এভাবে ৭ম সেমিস্টারে আপনি যে প্রজেক্ট বাছাই করবেন সে প্রজেক্টের প্রপোজাল করা, বই করা (৩ সেট করে সবার জন্য আলাদা) এবং স্লাইড করতে হবে, তবে ৭ম সেমিস্টারে আপনাকে কোন কোড করে দেখাতে হবে না।
৮ম সেমিস্টারে আপনাকে আবার নতুন করে আবার বই, স্লাইড করতে হবে ফাইনালি। এখানে আপনাকে ৭ম সেমিস্টারে সেসব বিষয় প্রজেক্ট করা হয়নি সেসব বিষয় উল্লেখ করতে হবে। কিভাবে প্রজেক্ট করলেন, কি কি পোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যাবহার করা হয়েছে, প্রজেক্ট করার সময় কোন মডেল ব্যবহার করছেন, এই প্রজেক্টের উপকারিতা কি, এই প্রজেক্ট কাকে কিভাবে সাহায্য করতেছে, কি কি হার্ডওয়্যার ব্যবহার করতে হয়েছে, এসব বিষয় বইয়ে উল্লেখ করতে হবে।
৮ম সেমিস্টারের সব বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো আপনাকে কোডিং করে একটা রিয়েল প্রজেক্ট দেখাতে হবে।
এটার উপরেই মূলত মার্ক নির্ভর করে, তাছাড়া এই পজেক্টের উপর আপনাকে ভাইভা হবে। সুন্দর মত সকল প্রশ্ন দিতে পারলে আপনি A+ পেয়ে যাবেন।
যেসব বিষয় মাথার রাখতে হবেঃ ৭ম-৮ম সেমিস্টারে প্রজেক্ট অনেক গুরুত্বপূর্ণ যেখানে প্রজেক্ট টা ভালোভাবে দেখাতে পারলে A+ পাওয়া খুবই সহজ। তবে আপনাকে যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হলোঃ ৭ম সেমিস্টারেই আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন, নিজে কোন কিছু না পারলে বসে থাকবেন না। আমাদের সাহায্য নিন। আমাদের সাহায্য নিলে আপনার মোটামুটি ৮০-৯০ ভাগ কাজ কমে যাবে, বাকিটা ভাইভাতে কিভাবে ভালো করবেন সেটা নিয়ে আমরা আপনাকে সাহায্য করব।
উল্টাপাল্ট প্রজেক্ট বা কারো কপি করা প্রজেক্ট করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে, মার্ক কমে যেতে পারে, এক্সারনাল অনেক কড়া হলে নাম্বার অনেক কমিয়ে দিবে যা আপনার CGPA এর কোন হেল্প হবে না।
সবার প্রজেক্ট পরীক্ষা ভালো হোক। শুভকামনা।
.png)


0 মন্তব্যসমূহ