Ad Code

Responsive Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৭ম - ৮ম সেমিস্টারের প্রজেক্ট নিয়ে কিছু কথা



  • ভূমিকা
  • প্রজেক্ট কি এবং কিভাবে করতে হয়?
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট
  • প্রজেক্টের জন্য টিম বাছাই 
  • কি প্রজেক্ট করবেন?
  • প্রজেক্টে কি কি করতে হয়?
  • যেসব বিষয় মাথায় রেখে প্রজেক্ট করা উচিত

ভূমিকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সেমিস্টারে প্রজেক্ট নামে একটা সাবজেক্ট থাকে যেটা সাধারণত ৬ ক্রেডিটের হয়ে থাকে। মানে এই সাবজেক্টে আপনি যদি A+ পান তাহলে আপনি দুইটা A+ এর সমপরিমান CGPA পাবেন, তাই কলেজ জীবনে ভালো CGPA অর্জনে বা ক্যারিয়ারে  চাকুরীর শুরুতে এই বেশ প্রভাব হয়েছে। 

প্রজেক্ট কি এবং কিভাবে করতে হয়ঃ  সোজা বাংলায় প্রজেক্ট হলো বাস্তবিকভাবে কোন কিছু করে দেখানো যেটা আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন। 

প্রজেক্ট অনেকভাবেই করা যায় যা বিশ্ববিদ্যালয় বা কলেজ কালচারের উপর নির্ভর করে। অনেকেই সহজে পাশ করার জন্য সহজ প্রজেক্ট করে থাকেন। যাদের চিন্তা থাকে ভালো CGPA অর্জন, তারা প্রজেক্টকে সিরিয়াসলি নেন। অনেকেই প্রজেক্ট সম্পর্কিত বিভিন্ন কনসাল্টেশন নিয়ে থাকেন। 


আপনি বিভিন্ন প্রজেক্ট করতে পারেন, প্রজেক্ট হতে পারে ওয়েব বেসইড কোন সল্যুশন বা এন্ড্রয়েড এপ্লিকেশন বেসইড কোন সল্যুশন বা হতে পারে IOT রিলেটেড কোন সমস্যার সমাধান। 

তবে আপনি যাই করেন না কেনো, তা যেনো কোন সমস্যাকে সমাধান করছে এমন হয়। সবচেয়ে ভালো হয় দেশ বা সমাজের বিদ্যমান কোন সমস্যাকে আপনি চিহ্নিত করেছেন, এরপর সে সমস্যাকে সমাধান করার জন্য আপনি ওয়েব, এন্ড্রয়েড এপ্লিকেশন বা IOT রিলেটেড যেকোন একটা মাধ্যমকে বেছে নিয়েছেন। তাহলে আপনার প্রজেক্টের স্বকীয়তা বজায় থাকবে এবং আপনি বেশ আত্মবিশ্বাসী হয়ে সে প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। 

প্রজেক্ট শুরু করতে গিয়ে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলোঃ 
  • আপনার প্রজেক্ট কোন নতুন সমস্যাকে সমাধান করতে পারছে কিনা
  • আপনি যদি আগের কোন প্রজেক্ট বেছে নেন তাহলে তার কোন অংশকে আপনি পরিবর্তন বা পরিবর্ধন করে এগিয়ে নিতে পারবেন?
  • আপনি কি পারবেন এই প্রজেক্টের কোডিং বা টেকনিক্যাল সমস্যা হ্যান্ডেল করতে?
  • আপনি কি পারবেন এই প্রজেক্টের রিসার্চ বই লিখতে ? 
  • আপনি কি পারবেন এই প্রজেক্টের প্রেজেন্টেশন স্লাইড বানাতে?
নিচে আমরা প্রজেক্ট বই এবং স্লাইড নিয়ে আলোচনা করেছি। 

আপনি যদি এর উত্তর জানেন তাহলে বেশ ভালো তা না হলে আপনার উচিত এখনি কারো সাহায্য নেওয়া যারা এ বিষয়ে হেল্প এবং সাপোর্ট দিয়ে থাকে। মনে রাখতে হবে এটা দু সেমিস্টার মিলিয়ে কাজ। তাই শুরুতেই আপনাকে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 


জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট নামক এই টপিক শুরু হয় ৭ম সেমিস্টারে। ৭ম সেমিস্টারে অন্যন্য সাবজেক্টের সাথে সাথে কলেজ থেকে আপনাকে প্রজেক্ট সম্পর্কে বলা হবে। প্রজেক্ট শুরু হয় প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে। 

(লেখাটা অসম্পূর্ণ, শিঘ্রই পুরো লেখা প্রকাশ করা হবে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ