জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে স্টুডেন্টদের জন্য নিয়ে এসে দারুন সব সুযোগ, এখন আর গুরুত্বপূর্ণ কাজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর দৌড়াদৌড়ি করতে হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টাল
এখন বাসায় বসেই আমাদের বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন ফি দিয়ে অনলাইনেই সমাধান করে ফেলা যাবে। এজন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে স্টুডেন্ট একাউন্ট থাকা লাগবে। নিচে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা দেখানো হলোঃ
১/ প্রথমে আমাদের যেতে হবে এই লিংকেঃ http://103.113.200.38/nu-app/
২/ যাওয়ার পর আমাদের সামনে চলে আসবে লগিন রেজিস্ট্রেশন পেজ, যাদের লগিন করা নেই তারা রেজিস্ট্রেশন করতে হবেঃ
৩/ স্টুডেন্ট রেজিস্টেশন বাটনে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে রেজিস্ট্রেশন পেজে, এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবেঃ
৪/ সব ঠিকঠাক থাকলে আমাদের এমন একটা ইনফরমেশন পেজ দেখাবে, তারপর প্রসিড বাটনে ক্লিক করতে হবেঃ
৫/ এখানে এসে আমরা আমাদের আইডি পাবো, যেটা অনেক গুরুত্বপূর্ণ। এই আইডি দিয়েই আমাদের লগিন করতে হবে। তারপর সব তথ্য দিয়ে আমাদের সব সেভ করতে হবে।
৬/ সেভ হয়ে যাবার পরে আমাদের সেই আগের লগিন পেজে আসতে হবে। এখানে এসে আমাদের স্টুডেন্ট আইডি এবং আমাদের পূরনকৃত পাসওয়ার্ড দিয়ে আমাদের লগিন করতে হবে।
--------------------------------------------------------
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে কি কি সুবিধা পাওয়া যাবে?
১/ এডমিশন কেন্সেল করতে পারবেন --- ৭০০ টাকা ফি লাগবে
২/ এডমিশন কেন্সেল করার ২ মাসের মধ্যে আবার এডমিশন নিতে পারবেন --- ৭০০ টাকা ফি লাগবে
৩/ এডমিশন টেষ্ট ডিটেলস পাওয়া যাবে --- ৩০০ টাকা ফি লাগবে
৪/ রেজিস্ট্রেশন কার্ড ডুপ্লিকেট হয়ে গেলে সেটার সমাধান করা যাবে --- ৫০০ টাকা ফি লাগবে
৫/ মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু করানো যাবে --- ৫০০ টাকা ফি লাগবে
৬/ রেজিস্ট্রেশন কার্ড কারেকশন করানো যাবে --- ৫০০ টাকা ফি লাগবে
৭/ ট্রান্সপার কলেক করানো যাবে (TC) --- ১০০০ টাকা ফি লাগবে
এছাড়াও আরো যেসব কাজ করানো যাবেঃ
১/ এডমিট কার্ড কারেকশন করানো যাবেঃ --- ৫০০ টাকা ফি লাগবে
২/ ইম্প্রুভমেন্ট প্রভিশনাল সার্টিফিকেট নেওয়া যাবে --- ৩০০ টাকা ফি লাগবে
৩/ ডুপ্লিকেট প্রভিশনাল সার্টিফিকেট ইস্যু --- ৫০০ টাকা ফি লাগবে
৪/ প্রভিশনাল সার্টিফিকেট কারেকশন করানো যাবে --- ৫০০ টাকা ফি লাগবে
৫/ ট্রান্সক্রিপ্ট তোলা যাবে --- ৭০০ টাকা ফি লাগবে
৬/ একাডেমিক এনভেলাফ নেওয়া যাবে --- ২০০ টাকা ফি লাগবে
এছাড়াও আরো অনেক কিছুই আছে---
ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ








0 মন্তব্যসমূহ