Ad Code

Responsive Advertisement

CSE তে পড়ার সময় যে ৬ টি জিনিস করা উচিত!


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমরা CSE তে পড়ি কিন্ত কোন গাইডলাইন পাই না! যারা সফল তারাও দেয় না এবং যারা ব্যর্থ হন তাদেরও কোন গাইডলাইন আমরা পাই না। 

অথচ সামান্য গাইডলাইন আমাদের জীবনকে সহজ করে, আমাদের ভবিষ্যতকে বিপদ থেকে কিছুটা হলেও সেফ করার চেষ্টা করে। 

তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সামান্য কিছু সাজেশন, যে সাজেশনগুলো ফলো করলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়লেও আপনার জীবন সফল হবে, আপনি বেকার বা অকর্মণ্য বসে থাকবেন না। 

এই সাজেশনগুলো আপনি নিজেও ফলো করবেন আপনার বন্ধুর মাঝেও শেয়ার করবেন, কারন একা সফল হওয়া যায় না, সবাইকে নিয়েই সফল হতে হয়। 

চলুন জেনে নেওয়া যাক সাজেশনগুলোঃ 

১/ যেভাই হোক আপনার ৪ বছরের CSE লাইফে CGPA কে ৩ এর নিচে নামতে দিবেন না। 3.00 এর নিচে যাদের CGPA তাদের জন্য লাইফটা একটু কঠিন হয়ে যায়, এর কারন হলো আপনি মাস্টার্স করার জন্য দেশের বাইরে পড়তে গেলে আপনার CGPA ম্যাটার করে এবং চাকরীর শুরুতে আপনার CGPA  ভালো হলে চাকুরী পেতে সহজ হয়। 

CGPA ভালো করার কিছু কৌশল আছে, যেমনঃ 
  • ইন কোর্স নাম্বারগুলো ম্যাক্সিমাম পাবার চেষ্টা করবেন
  • যেসব সাবজেক্ট সহজ, সেগুলোতে ভালো মার্ক তুলার চেষ্টা করবেন
  • প্রাকটিক্যাল পরীক্ষাগুলোতে A+ তুলার চেষ্টা করবেন, যেটা তুলনামূলক অনেক সহজ
  • লাস্ট সেমিস্টারে প্রজেক্ট ভালো করার চেষ্টা করবেন কারন প্রজেক্টে 6 ক্রেডিট, এবং একটু ভালো করে প্রজেক্ট করলে A+ তুলা যায়। সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে পারেন


২/ যে কোন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে এক্সপার্ট  হবার চেষ্টা করবেন। সেক্ষত্রে আমার সাজেশন থাকবে PHP (backend) অথবা JavaScript (frontend) এর যে কোন একটাতে এক্সপার্ট হবেন। 

আমার দেখা অনেক CSE রা আছেন যারা পড়াশুনা শেষ করার পর পোগ্রামিং এ ক্যারিয়ার করেন না, হয়ে যান ডিজিটাল মার্কেটার বা অন্য কিছু। বিশ্বাস করেন এসব করে খুব বেশি ইনকাম করতে পারবেন না, হতাশা বাড়বে, পরে অনেক সময় নষ্ট করে আবার কোডিং শিখতে হবে। 

তার চেয়ে বরং প্রথম সেমিস্টার থেকেই PHP অথবা JavaScript শেখা শুরু করে দিন, ৪ বছরে শেষে দেখবেন আপনি চাকুরী পাবার মত দক্ষ হয়ে গেছেন। 

PHP এবং JavaScript এ দক্ষ হতে YouTube এ গেলেই অনেক চ্যালেন পাবেন। যেমন Stack Learner, Traversy Media ইত্যাদি। 

৩/ Leetcode.com এ পোগ্রামিং প্রবলেম সল্ভ করেন, সপ্তাহে ১ টা করে হলেও। আমি জানি Leetcode এ প্রবলেম সল্ভ করা অনেক কঠিন, প্রথম প্রথম প্রবলেমই বুঝতে পারবেন না, তবে হাল ছেড়ে দেওয়া যাবে না, বিশ্বাস করেন আপনাকে একটা সময় এসে এখানেই পড়ে থাকবে হবে, কিছুই করার নেই। 

তার চেয়ে এখনই দেখেন, বুঝেন, চেষ্টা করেন।  Leetcode এর পাশাপাশি dev,to তে সময় দেন। 

সোস্যাল মিডিয়াতে কম সময় দেন। পারলে অন্য CES এর ভাইদেরকে হেল্প করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অদক্ষ বা অলস সেটা আমরা অনেকেই জানি কিন্ত এর যে হিংসুকও আমরা অনেকেই জানি না, একটা জিনিস পারলে অন্যকে শেখানো বা জানানোর অভ্যাস এদের অনেক কম। 

 ৪/ IELTS এর জন্য প্রিপারেশন নেন। IELTS কি জিনিস? IELTS হলো English Language Testing System. বিদেশে পড়তে গেলে IELTS লাগবেই। 

CSE পড়া শেষ হলে মাস্টার্স পড়তে দেশের বাইরে চলে যান। এ দেশে থেকে কিছুই হবে না, সব জায়গায় শুধু দুর্নীতি, অসৎ লোকে ভরা, তাছাড়া আমাদের দেশে জনসংখ্যাও অনেক বেশি। এ দেশে থেকে কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন না, হতাশা বাড়বে। 

পড়াশুনা করার জন্য হোক বা পড়াশুনার করার নাম দিয়েও হোক, আমেরিকা বা ইউরোপে লিগ্যালি যেতে হলে IELTS লাগবে। CSE এর ৪ বছরে IELTS শিখে রাখলে আপনার জন্য খুবিই ভালো হবে। Graduation শেষ করার পর আর সময় নষ্ট হবে না। 

৫/  পোগ্রামিং ইভেন্ট, সেমিনার, কনফারেন্সে যান। আপনার আশে আশে প্রচুর পোগ্রামিং ইভেন্ট, সেমিনার এবং কনফারেন্স হয়, এসব কনফারেন্সে যান, গিয়ে বোবার মত বসে থাকবেন না, আশে পাশের মানুষের সাথে কথা বলেন, ফেজবুকে এড হয়ে যান। জিজ্ঞাসা করেন কি কি নিয়ে কাজ করেন উনারা। 

কেনো যাবেন? কারন আপনার উচিত হবে ৪ বছরের সফটওয়্যার ডেভেলপার ইন্ড্রাস্টির মানুষের সাথে লিংক বাড়ানো। এক্ষেত্রে প্রচুর জব অপরচিউনিটি বাড়বে, রেকোমেন্ডেশনে অনেক জব হয়ে যাবে। 

CSE এর ৪ বছরে যেকোন একটা পোগ্রামিং ল্যাংগুয়েজে দক্ষ হয়ে যাওয়া, তারপরে লিট কোডে প্রবলেম সলভ করা এবং শেষে সফটওয়্যার ডেভেলপার ইন্ড্রাস্টির মানুষের সাথে লিংক বাড়ানো, এসব করলে বেকার হয়ে থাকতে হবে না, টাকা ইনকাম করবেন, ঘুরাঘুরি করবেন এবং নিজের দক্ষতা বাড়াবেন। 

অহ আরেক জিনিস, সেটা হলো কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে আচরন করতে হয় সেটা শিখে নিবেন, তা না হলে সব জায়গা থেকে পাছায় লাথি দিয়ে আপনাকে তাড়াবে, কারন যতই এক্সপার্ট হন, অভদ্র বেয়াদপের কোথাও কোন জায়গা নাই! 

৬/  অবশেষে আন্ডার গ্রাজুয়েশন শেষে বাংলাদেশ থেকে বিদায় নেন। আপনার জন্য আমার সবচেয়ে বেস্ট সাজেশন হবে এটা। এই দেশে থাকাটা আমদের জন্য স্ট্রেসফুল। 

বিদেশের ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ভিসা হয় আমেরিকায়। অথচ আমরা অনেকেই এর উল্টোটা জানি। 

তাছাড়া আমেরিকা যেহেতু আইটি হাব তাই আমেরিকা একবার গেলেই আর পেছনে তাকাতে হবে না। NU CSE তে পড়ে অনেকেই ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছে, একটু ভালোভাবেই খোজ করলে আপনি নিজেও আফসোসে পড়ে যাবেন, কেনো আপনি নিজে এখনো এই দেশে পড়ে আছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ